Latest News

0
 জিপিতে আগে বন্ধ সিমের অফার নিতে *111*90# ডায়াল করলেই হত। কিন্তু তাদের আপডেট নিয়মে সেভাবে আর আপনি বন্ধ সিমে ৫০০ মেগাবাইট পাবেন না। তাহলে কিভাবে পাবেন এজন্য আপনাকে সম্পূর্ণ পোস্ট টি ভালভাবে বুঝতে হবে। তো আবারো ১ম থেকেই শুরু করি
জিপি বন্ধ সিমে আবারো ৫ টাকায় ৫০০ মেগাবাইট ইন্টারনেট অফার চালু হয়েছে। যদি আপনার সিমে এই অফার টি থেকে থাকে, তাহলে আপনি ২ বারে ৫০০+৫০০ করে মোট ১ জিবি নিতে পারবেন★★★
আপনার সিমে এই অফার আছে কিনা চেক করতে যেকোনো মোবাইল এর ম্যাসেজ অপশনে গিয়ে type করুন BHK স্পেস দিয়ে আপনার বন্ধ থাকা নাম্বারটি লিখে sms করুন 9999 নাম্বারে।
যেমনঃ
BHK 01723★★★★54 send 9999
যদি আপনার সিম টি এই অফারের মধ্যে থাকে তাহলে আপনাকে একটি sms দিয়ে জানানো হবে.


আর যদি অফারের মধ্যে না থাকে তাও sms এ জানানো হবে।
যেভাবে ৫০০ মেগাবাইট নিবেন
যাদের যে সিমটি বন্ধ সিম অফার এর অন্তর্ভুক্ত আছে প্রথমেই সেই সিম টি আপনার মোবাইলে চালু করবেন। তারপর যে কোন পরিমাণ রিচার্জ করবেন। এর পর আবারো sms অপশনে গিয়ে type করবেন SN স্পেস দিয়ে আপনি যে নাম্বার দিয়ে আপনার এই অফার চেক করেছেন সেই নাম্বার টি লিখে 9999 তে sms করলেই আপনার সিম থেকে ৫ টাকা কেটে নিয়ে আপনাকে ৫০০ মেগাবাইট দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে আর কোন কিছু ডায়াল করার প্রয়োজন নাই।


Post a Comment

Nice Site

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top