প্রকাশিত হয়েছে সমাপনী পরীক্ষা -২০১৭ এর রুটিন। অনেকের ছোট ভাই বোন এবার পরীক্ষা দিবে তাই তাদের স্বার্থে আমার এই পোস্ট।
অনেক দিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। ব্যস্ত লাইফে একদমই সময় হয়ে উঠে নাহ লেখার। তাই আজকের পোস্ট টাও অনেক ছোট হবে। কিন্তু গুরুত্বপূর্ণ।
গতবার অবশ্য প্রশ্ন উঠেছিল এইবার থেকে এই পরীক্ষা থাকবে কিনা। এখন অবশ্য পরিস্কার বুঝা যাচ্ছে এবার ও পরীক্ষা হবে। তাই বোর্ড হতে প্রকাশিত রুটিন বা সময়সূচী শেয়ার করলাম।
আপনারা এইটা ডাউনলোড করে নিন। ভাল লাগলে ফেসবুকে শেয়ার দিবেন। অনেক প্রয়োজনীয় জিনিস। অনেকের কাছে হয়তো এখনো এই ব্যাপারে জানা হয় নাই।
Post a Comment
Nice Site
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.