ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে (স্মারক নং খুবি/প্রশা-নি-১৬২/৯৯-) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে অভিযোগ আসার পর অধ্যাপক শরীফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে একই বিভাগের ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। পরে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।এরপর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮’ এর ৬.৩(ঝ) নং ধারা অনুযায়ী নৈতিক অসচ্চরিত্রতার দায়ে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় অধ্যাপক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।এমজেএইচ/আইএম
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Nice Site